Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামিট-ওয়াটসিলা সম্পর্ক আরো এগিয়ে নেয়ার আশ্বাস

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পৃথিবীর বৃহত্তম রেসিপ্রোকেটিং ইঞ্জিনের (পিস্টন ইঞ্জিন) নির্মাতা প্রতিষ্ঠান ওয়াটসিলা, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ঘুরে গেলেন দেশের বিদ্যুৎ, বন্দর, জ্বালানী, আইটি ও হসপিটালিটি খাত-সহ অবকাঠামো নির্মাণের বৃহত্তম প্রতিষ্ঠান সামিট গ্রুপের সিঙ্গাপুর অফিস। ২৯ মার্চ, বুধবার, ওয়াটসিলা প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জাক্কো এস্কোলা, প্রতিষ্ঠানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সুশীল পুরোহিতকে সঙ্গে নিয়ে সেখানে এলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান লতিফ খান এবং ফিন্যান্স ডিরেক্টর আয়েশা আজিজ খান তাদের স্বাগত জানান। অতিথিরা সেখানে কিছুটা সময় কাটান, শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশে বেসরকারি খাতে সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে ১৫০০ মেগাওয়াটেরও বেশি উৎপাদনে সামিটের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। দেশের অবকাঠামো বিনির্মাণে সামিটের এই প্রচেষ্টার অন্যতম প্রধান অংশীদার হতে পারায় তাঁরা গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। দীর্ঘ-মেয়াদী পরিকল্পনায় দুই প্রতিষ্ঠানের স্বার্থকে অক্ষুন্ন রেখে সামিট-ওয়াটসিলা সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবারও আশ্বাস দেন ওয়াটসিলার শীর্ষ নির্বাহীরা।- প্রেস বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সামিট

১৩ সেপ্টেম্বর, ২০২১
১০ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ