Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প হস্তান্তর

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শাহজালাল ফার্টিলাইজার প্রজেক্টের সার্বিক কাজ শেষে গতকাল চীনের সাধারণ ঠিকাদার মেসার্স কমপ্ল্যান্ট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিকট হস্তান্তর করেছে। আজ বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড হিসেবে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। উল্লেখ্য, গত ২৪ মার্চ বার্ষিক ৫ লক্ষ ৮০ হাজার ৮ শত মে. টন ক্ষমতাসম্পন্ন সার কারখানাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আশা করা যাচ্ছে, আগামী ১ মাসের মধ্যে প্রধানমন্ত্রী কারখানার বাণিজ্যিক উৎপাদন আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করবেন। শিল্প সচিব মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে বিসিআইসি’ পক্ষে সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, পরিচালক (কারি. ও প্রকৌ.) মোঃ আলী আক্কাছ, পরিচালক (পরি. ও বাস্ত.) মোঃ লুৎফর রহমান, প্রকল্প পরিচালক জনাব মোঃ কামরুজ্জামানসহ বিসিআইসি’র উর্ধ্বতন কর্মকর্তা অন্যদিকে কমপ্ল্যান্টের পক্ষে প্রজেক্ট ম্যানেজার মিঃ মাজেংসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প হস্তান্তর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ