Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা আজ থেকে

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আজ থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এই মেলা। ইউ-এস বাংলা এয়ারলাইন্স-ঢাকা ট্রাভেল মার্ট-২০১৭ নামে মেলাটি হবে। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর চতুর্দশবারের মতো এ মেলার আয়োজন করছে। ‘ইউ-এস বাংলা এয়ারলাইন্স’ টাইটেল স্পন্সর এর ভ‚মিকা পালন করছে।
আয়োজক কমিটির চেয়ারম্যান ও দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আজ সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।
অংশগ্রহণকারী সংস্থাগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকেট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করবে। ১ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ