পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আবেদনের বিষয়ে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ২২ মার্চ বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই মাসের জন্য এফবিসিসিআিই নির্বাচন স্থগিত করেন। একইসঙ্গে ময়মনসিংহ অঞ্চল থেকে সংগঠনটির পরিচালক নিয়োগে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। এ আদেশের বিরুদ্ধে দেশের শীর্ষ এ সংগঠনটির পক্ষ থেকে আবেদন করা হলে গত ২৩ মার্চ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করেন। সেই সঙ্গে ২৭ মার্চ শুনানির দিন নির্ধারণ করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয় আদালত। এ আদেশের ফলে এফবিসিসিআই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবেন জানিয়েছেন আইনজীবীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।