পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭’ উদযাপন উপলক্ষে গতকাল বিকাল ৩টায় বিজেএমসি কনফারেন্স কক্ষে বিজেএমসি’র চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, এমপি এবং হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন সকল অধিদপ্তর/সংস্থার প্রধানগণ, বিজেএমসির পরিচালকমন্ডলী, সচিব এবং সকল স্তরের কর্মচারীবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিজেএমসির বোর্ডরুমে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে ২৫শে মার্চের গুরুত্ব ও ভাবিষ্যৎ প্রজম্মের কাছে সঠিক তথ্য তুলে ধরার উপর বিস্তারিত আলোচনা করা হয় এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজেএমসির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী, অফিসার্স এ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিল ও সিবিএ এর পক্ষ হতে পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।