পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পুরনো বাইকের মেলা ‘এখানেই বাইক বাজার’। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৪ ও ২৫ মার্চ প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে অনলাইন মার্কেটপ্লেস এখানেই ডটকম।
মেলায় পুরুষ ক্রেতার পাশপাশি প্রচুর নারী বাইকারের সমাগম ঘটে। জনপ্রিয় বাইক স্ট্যান্টস ম্যান চিন্ময়সহ দেশের ১৬ জন বাইক স্ট্যান্টসম্যান তাদের মনোমুগ্ধকর পারফরম্যান্স দিয়ে দুই দিনই আগত দর্শকদের মোহিত করেন। মেলাকে উৎসবমুখর করতে সব সময়ের জন্যই ছিল ডিজে মিউজিক পারফরম্যান্স। দুই দিনের এই মেলায় ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয়েছে এমন তিন শ’র বেশি মোটর বাইক প্রদর্শন ও বিক্রয় করা হয়েছে। সেখান থেকে ক্রেতারা সহজে নিজের পছন্দের বাইকটি কিনেছেন। এছাড়া আগ্রহী ক্রেতারা ‘এখানেই ডটকম’ সাইট-এ ভিজিট করে মেলা উপলক্ষে ডিসকাউন্টেড বাইকগুলো দেখতে পারবেন। কেনাকাটায় স্বস্তি দিতে এখানেই ডটকম মেলায় কয়েকটি বুথ তৈরি করেছিল বাইকের যন্ত্রাংশ এবং পারফরম্যান্স পরীক্ষা করার জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।