Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপ্পোর সেলফি এক্সপার্ট মোবাইল

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দেশের বাজারে উন্মুক্ত হলো অপ্পোর নতুন ডুয়াল সেলফি ক্যামেরা ফোন সেলফি এক্সপার্ট এফ৩ প্লাস। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে স্মার্টফোনটি উদ্বোধন করেন অপ্পোর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেভি ঈ ও ব্র্যান্ড ম্যানেজার ব্রুস লি। নতুন এই সেলফি ফোনটি অপ্পোর সর্ব প্রথম ১২০ ওয়াইড অ্যাঙ্গেলের ডুয়াল সেলফি ক্যামেরা। সেটটির সামনের ক্যামেরা ১৬ মেগা পিক্সেলের ও ব্যাক ক্যামেরা দেয়া হয়েছে সনির কাস্টমাইজ করা আইএমএক্স৩৯৮ সেন্সরের ক্যামেরা। অপ্পোর এফ৩ প্লাস স্মার্টফোনে দ্রæতগতির একটি অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেটটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রোম এবং ব্যাটারি ৪০০০ এমএএইচ, যা ২৮৪ ঘণ্টার বেশি সময় স্ট্যান্ডবাই ব্যবহার করা যাবে। মেমরি কার্ড ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। উল্লেখ্য, দেশের বাজারে এটি বিক্রি শুরু হবে ১ এপ্রিল থেকে। তবে ৩১ মার্চ পর্যন্ত হ্যান্ডসেটটির আগাম বুকিং নিচ্ছে প্রতিষ্ঠানটি।
ইমরান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ