পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এটা আত্মঘাতী বোমা হামলা নয় : ডিএমপি কমিশনার
স্টাফ রিপোর্টার : ঢাকার হযরত শাহজালাল (রহঃ) বিমান বন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ বক্সের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এটি কোন আত্মঘাতী হামলার ঘটনা নয়। এক ব্যক্তি ব্যাগে করে বোমা বহন করেছিলো। চেকপোস্টে পুলিশ দেখে অতি সতর্ক হতে গিয়ে সেটি বিস্ফোরিত হয়। এতে বোমা বহনকারী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আতঙ্ক হবার কিছু নেই।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী কমিশনার তানজিলা আক্তার জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। কোনো পুলিশ সদস্য এ ঘটনায় হতাহত হননি বলে জানান এপিবিএন এর এই কর্মকর্তা জানান। ঘটনার পর পরই বিস্ফোরণস্থল সামিয়ানা দিয়ে ঘিরে রাখে পুলিশ। বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনির সদস্য পুরো এলাকা ঘিরে রাখে। এছাড়া ঘটনাস্থলের আশপাশে আর কোনো ধরনের বিস্ফোরকদ্রব্য রয়েছে কিনা তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গত ১৭ মার্চ আশকোনায় র্যাবের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণে একজন নিহত হয়। ওই ঘটনার পর পর দেশের সব বিমানবন্দর ও কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কিন্তু এক সপ্তাহের মাথায় আগের ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশ মিটার দূরে স্পর্শকাতর বিমানবন্দর এলাকায় একই ধরনের ঘটনায় প্রাথমিকভাবে এটিকেও আত্মঘাতী হামলা বলে ধারণা করা হয়েছিল।
গতকাল সন্ধ্যায় এ ঘটনার পর বিমানবন্দরসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ঘটনাস্থলে ছুঁটে যায় গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরাসহ বোম্ব ডিসপোজাল টিম। তারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেন। ঘটনাস্থলেই দীর্ঘ সময় পড়েছিল বোমা বহনকারী নিহতের লাশ।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে ডিএমপি কামিশনার আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এটি আত্মঘাতী হামলার ঘটনা নয়। এটি নিছক ঘটনা। নিহত ব্যক্তি ব্যাগে করে বোমা বহন করছিল। বিমানবন্দর এলাকায় পুলিশের বলয় ও নিরাপত্তা দেখে ওই ব্যক্তি নিজের সাথে থাকা ব্যাগ অতি সতর্কতার সাথে বহন করতে গিয়ে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে জনগণের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা সতর্ক রয়েছে। মোড়ে মোড়ে চেক পোস্ট রয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বর এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনাকে আত্মঘাতী হামলা বলেও দাবি করেছে সংগঠনটি। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে সাইট ইনটেলিজেন্স গ্রæপ এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রæপ বিশ্বজুড়ে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে থাকে।
আমাক নিউজ এজেন্সিতে দাবি করা হয়, ‘বাংলাদেশের রাজধানী ঢাকায় আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পুলিশের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে এই হামলা হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।