পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর বংশাল এলাকায় মো. ইউসুফ (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল থানার ছুরিটোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ব্যবসায়ী মো. ইউসুফ জানান, চাঁদপুরের উত্তর মতলব এলাকায় ‘ঈশা ইঞ্জিনিয়ার’ নামে তাদের একটি ওয়ার্কশপ রয়েছে। ওই প্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য তিনি ঢাকায় আসেন। বিকেলে বংশাল ময়লারগলি এলাকা যাওয়ার পর একদল দুর্বৃত্ত তাকে গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় তার হাতে থাকা ৮০ হাজার টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে খবর পেয়ে বংশাল থানার পুলিশ আহত তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বংশাল থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি এখনো আমরা পুরোপুরি জানতে পারিনি। সেখানে আমাদের স্যার গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।