পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর কালিগঞ্জ এলাকার ২ নং অলিনগর গলিতে মেহেরিন টেলিকম নামে একটি মোবাইলের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ঐ দোকান থেকে কয়েক শতাধিক মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১০/১২ লাখ টাকা।
মেহেরিন টেলিকমের মালিক মোঃ আমজাদ হোসেন মিঠু সাংবাদিকদের বলেন, চর কালিগঞ্জ এলাকার ২ নং অলিনগর গলিতে হাজী সিরাজ মিয়া মার্কেটে মেহেরিন টেলিকম নামে আমার একটি মোবাইলের দোকান রয়েছে। ঐ দোকানে আমি সিম্ফনি ব্রান্ডের মোবাইলের ডিলারশিপের ব্যবসা করি। বৃহস্পতিবার সকালে দোকান খুলে দেখি দোকানের পেছনে ভেন্টিলেটরের সামনে ভাঙ্গা এবং দোকানের ভিতর সবকিছু এলোমেলো। পরে ভিতরে সবকিছু তল্লাশি করে দেখি দোকান থেকে প্রায় ১০/১২ লাখ টাকার মোবাইল সেট চুরি হয়ে গেছে। তিনি আরও বলেন, এঘটনায় আমি বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।