পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে বাখরাবাদ গ্যাস কোম্পানির অভিযানে ৩শ’ ফুট অবৈধসংযোগ পাইপসহ ২টি আবাসিক ও একটি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে ফেনী বাখরাবাদ গ্যাস অফিসের বিতরণ বিভাগের ব্যবস্থাপক আবু সাইদ সরকারের নেতৃত্বে অভিযানে অংশ নেন প্রকৌশলী নজরুল ইসলাম, সার্ভেয়ার আমির হোসেন ও রেভিনিউ কর্মকর্তা আবুল কাশেমসহ গ্যাস অফিসের লোকজন। এ সময় শহরের পূর্ব উকিলপাড়ায় আবদুল হক নামে এক ব্যক্তির নবনির্মিত ৬য় তলা বিল্ডিংয়ে গ্যাস সংযোগ দেবার জন্য অবৈধভাবে টানা ৩শ’ ফুট পাইপ উত্তোলন করা হয়। অবৈধ সংযোগ উত্তোলন করতে গেলে আবদুল হক গ্যাস কোম্পানির লোকদের উপর হামলা করার চেষ্টা চালায়। আবদুল হক গ্যাস অফিসের টেকনিশিয়ান এনামের মাধ্যমে ৩ লাখ টাকার চুক্তিতে ৩৫ হাজার টাকা পরিশোধ করে পাইপ টেনেছে বলে জানায়। পাইপ উত্তোলনে বাধা দিলে একপর্যায়ে ফেনী মডেল থানায় খবর দেয় ব্যবস্থাপক । এ সময় পুলিশের উপস্থিতিতে পাইপলাইন উত্তোলন করে গ্যাস অফিসের লোকেরা। এছাড়া শহরের রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ ফুট পাইপসহ অবৈধ গ্যাসলাইন ও রাইজার উত্তোলন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।