Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে চায় না : নাসিম

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় না। জনগনের মন জয় করে ক্ষমতায় আসতে চায়। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। গতকাল মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে স্ক্যানো ও এনআইসিইউ এবং কম্পিটেন্সি বেইজড ট্রেনিং ইন নিউট্রিশনের টিওটি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট মিলনায়তনে এই উদ্বোধীনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্য সচিব সৈয়দ মনজ্রুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. দীন মোহাম্মদ নুরুল হক, ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক প্রফেসর নাজনীন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, কখনো জোর করে ক্ষমতায় আসেনি, জোর করে ক্ষমতায় থাকতে চায় না। উন্নয়নের আগ্রগতি দেখে মানুষ খুশি হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যসহ সেবা খাতের যত আগ্রগতি হয়েছে এর সিংহভাগ বর্তমান সরকারের সময়। তিনি বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ দেশের চিকিৎসা সেবার যথেষ্ট অগ্রগতি এবং চিকিৎসকরা সুনাম অর্জন করেছেন।
নবজাতক শিশু ও প্রসূতি মায়ের মৃত্যুর হার অনেকটা কমে প্রায় শূন্যের কোঠায় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সরকারের আমলে ৬ হাজার চিকিৎসক গ্রামে নিয়োগ দিয়ে পল্লীর চিকিৎসা মানের আমূল পরিবর্তন হয়েছে, মা ও শিশু মৃত্যুর হার কমেছে।
তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎখাতে, পদ্মাসেতু ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়েছে উল্লেখ করে নাসিম বলেন, সরকার ২০১৯ সালের মধ্য পদ্মার সেতুর কাজ সম্পন্ন করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ উন্নত দেশ হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে এবং মধ্য আয়ের দেশে পরিনত হবে বলে। এর আগে মন্ত্রী নব জাতক বিশেষ সেবা ইউনিট পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে চায় না : নাসিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ