Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণখান থানার কাছেই আনসারুল্লা বাংলা টিমের আস্তানা পেল ডিবি

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর দক্ষিণখান থানার অদূরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লা বাংলাটিম (এটিবি’র) আস্তানা খুঁজে পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে দুইটি লাইফ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ অভিযানে রাখা হয় ফায়ার সার্ভিস ইউনিটের টিমকেও। পরে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করেন ডিবির বোমা বিশেষজ্ঞ ইউনিট। তবে আস্তানা থেকে কোন জঙ্গিকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।
ডিবির (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মাশরুকুর রহমান খালেদ জানান, কয়েকদিন আগে রাজধানীর বাড্ডা সাতারকুল এবং মোহাম্মদপুরে পৃথক দুটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লা বাংলা টিমের দুটি জঙ্গি আস্তানা সন্ধান পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিত্বে সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলার মুখে পড়ে ডিবির সদস্যরা। পরে দু’জনকে গ্রেফতার ও তাদের দেয়া তথ্যে বিপুল পরিবার বিস্ফোরক উদ্ধার করা হয়। ওই মামলায় গ্রেফতারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জণ্য রিমান্ড হেফাজতে পায় ডিবি। রিমান্ডে তাদের কাছ থেকে রাজধানীর কয়েকটি এলাকায় আরো কিছু জঙ্গি আস্তানা সম্পর্কে ডিবিকে তথ্য দেয় দুই জঙ্গি।
জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানার খুঁজে বের করতে অভিযান চালাতে গিয়ে দক্ষিণখান এলাকার সরদারপাড়া এলাকায় একটি বাড়ির ৪ তলায় জঙ্গি আস্তানাটি আবিস্কার করে ডিবির সদস্যরা। বাড়ির একটি ফ্লাটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে দুটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। তবে অভিযানের আগেই জঙ্গিরা আস্তানা থেকে পালিয়ে যায়। ওই আস্তানায় দুটি লাইফ বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার হওয়ার পর ডিবির বোম ডিস্ফোজাল টিম গতকাল দুপুরে গিয়ে বোমগুলো নিষ্ক্রিয় করে। দুপুরের দিকে অভিযান শেষ হয়। ডিবি জানায়, প্রায় ৩ মাস আগে ওই ফ্লাটটি ভাড়া নেয় জঙ্গিরা। ডিবির কর্মকর্তরা জানান, যে বাড়ির ফ্লাটে জঙ্গি আস্তানা ও বোমা পাওয়া গেছে ওই বাড়ির মালিক কয়েকদিন আগে লন্ডনে গিয়েছেন। তার সম্পর্কেও খোঁজ খবর নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণখান থানার কাছেই আনসারুল্লা বাংলা টিমের আস্তানা পেল ডিবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ