Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোড়া খুন : এমপিপুত্র রনির অভিযোগ গঠনের আদেশ ৬ মার্চ

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
গতকাল ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামছুন নাহার এ আদেশ দেন। এর আগে অভিযোগ গঠনের জন্য শুনানির জন্য গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের পিকআপ ভ্যানে করে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতের এজলাসে তোলা হয়।
এ সময় আসামি রনির আইনজীবীরা আদালতকে বলেন, মামলার রেকর্ডপত্রে যা এসেছে তাতে দেখা যায়, মাদকাসক্ত অবস্থায় আসামি রনি গুলি ছুড়েছেন। কাউকে হত্যার উদ্দেশ্যে অথবা কোনো পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটায়নি। এ ছাড়া তদন্ত কর্মকর্তা মামলার অভিযোগপত্রে যে ব্যালিস্টিক রিপোর্ট দিয়েছে সেখানে এই আসামির পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে কি না তাও নিশ্চিত করেন নাই। তাই আসামিকে এই মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হোক।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, এই আসামির ছোড়া গুলিতেই দুজন নিরীহ লোক মারা গেছেন। তাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৬ মার্চ আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে সামান্য যানজটে পড়ে উত্তেজিত হয়ে প্রাডো গাড়ি থেকে নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে মহিলা আওয়ামী লীগের নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি। এ ঘটনায় আহত হন অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার তদন্ত করে ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জোড়া খুন : এমপিপুত্র রনির অভিযোগ গঠনের আদেশ ৬ মার্চ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ