Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেখাপড়ার পাশাপাশি শিশুদের প্রেরণা জোগাতে হবে মেনন

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি শারীরিক-মানসিকভাবে শিশুদের ভেতরে প্রেরণা জোগাতে হবে। এ জন্য যা যা করার দরকার আমরা এর সবই করবো। কারণ আজকের শিশু শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যতের কান্ডারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার খুব শিগগরই শিক্ষাপ্রতিষ্ঠানের সকল ধরনের সমস্যা দূরীকরণে ব্যবস্থা নেয়া হবে বলে।
গতকাল রোববার সকালে রাজধানীর সেগুন বাগিচা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, বছরের প্রথমদিন শিশু শিক্ষার্থী সোনামনিদের হাতে নতুন বই তুলে দিয়েছেন এই সরকার তথা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু এর পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন বলেও আমাদের কাছে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ইতোমধ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হয়েছে। এসময় মন্ত্রী তার বক্তব্যে শিক্ষার্থীদের বর্ধিত টাকা ফেরতের জন্য নির্দেশ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, সমাজ সেবক হারুন অর রশিদ ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইউসুফ চৌধুরী। এর আগে স্কুলের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেখাপড়ার পাশাপাশি শিশুদের প্রেরণা জোগাতে হবে মেনন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ