পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এলজিইডি সদর দপ্তরে গতকাল তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের উদ্যোগে মেয়রদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব, আবদুল মালেক। কর্মশালায় স্থানীয় সরকার সচিব বলেন, আমরা উন্নয়ন ও অগ্রগতির পথে নিরন্তর কাজ করছি। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রীর আশা দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো আমরা সে লক্ষ্যে কাজ করছি। কর্মশালার সভাপতি এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেন, প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে আমরা আজ উন্নয়নের মহাসড়কে রয়েছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এলজিইডি পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ ওয়ালিউল্লাহ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর প্রতিনিধি মোঃ শহিদুল আলম, স্বাগত বক্তব্য রাখেন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম আকন্দ। উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মহসীন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ খলিলুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ। উক্ত কর্মশালায় প্রকল্পভুক্ত ৩১টি পৌরসভার মেয়রবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।