Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিকান্ডে কোটি টাকার বিদেশি গাছ পুড়ে ছাই

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ উপজেলা সংবাদদাতা ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে পপুলার এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট কোম্পানির মজুদকৃত বিদেশি গাছের ফিল্ডে অগ্নিকা-ে ২ কোটি টাকার গাছ সম্পূর্ণ পুঁড়ে ছাই হয়ে যায়।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বসুরহাট নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন গাছের ফিল্ডে আমদানিকৃত গর্জন, লোহা ও ওকানে মজুদকৃত গাছের ফিল্ডে সংর্ঘবদ্ধ দুষ্কৃতকারীরা  তেল ছিঁটিয়ে আগুন ধরিরে দেয়। আগুনে গাছের ফিল্ড দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে আমদানিকৃত ১০ হাজার ফুট বিদেশি গাছ পুঁড়ে ছাই হয়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায়  ২ কোটি টাকা।
এ ব্যাপারে পপুলার এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট কোম্পানির এমডি বাবু অরবিন্দু ভৌমিক এই প্রতিবেদককে জানান, এর আগেও দুষ্কৃতকারীরা কয়েকবার ফিল্ডে আগুন দিয়ে আমাদের কয়েক হাজার ফুট গাছ পুড়ে দিয়েছে। এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ডে কোটি টাকার বিদেশি গাছ পুড়ে ছাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ