পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নাটোর জেলা সংবাদদাতা : শস্য ভান্ডার খ্যাত চলনবিলের কৃষকদের স্বল্প মূল্যে ফসল কর্তন, মাড়াই, ঝাড়াই ও প্যাকেট জাতকরণের লক্ষে ৫০% ভর্তুকি মূল্যে ২টি কম্বাইন্ড হারভেস্টার কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে সিংড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কোট মাঠে এই বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন ইউএনও সাদেকুর রহমান ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার বেলাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা প্রমুখ। উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে এই কৃষি যন্ত্র বিতরণ করা হচ্ছে। এটা দিয়ে প্রতি ঘণ্টায় অল্প খরচে ১ বিঘা জমির ফসল কর্তন, মাড়াই, ঝাড়াই ও প্যাকেট জাত করা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।