Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশীয় পণ্যের বাজার ধরে রাখতে বন্ট সুবিধা বাড়ানো হবে : মংলায় এনবিআর চেয়ারম্যান

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: নজিবুর রহমান বলেছেন,রাজস্ব সুরক্ষার জন্য সকলকে আরও মনোযোগী হতে হবে। এ ছাড়া আন্তর্জাতিক বাজার প্রতিযোগিতায় দেশীয় পণ্যের বাজার ধরে রাখতে বন্ট সুবিধা বাড়ানো হবে বলে জানান তিনি। গতকাল বৃহস্প্রতিবার দুপুরে মংলাবন্দরে এনবি আর, ইআরএফ এবং বিভিন্ন স্টোকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা নতুন করে বন্ট সুবিধা পাবেন তাদের এ সুবিধাদির অপব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ অনেকেই বন্ট সুবিধার অপব্যহার করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। তাদের ফাঁকি দেয়া অর্থ পেলে এ দেশে আরও দু’টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো। বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত সভায় মংলাবন্দরের আমদানি-রফতানি বাড়াতে এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নানা প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বন্দরের সম্ভাবনা ও ব্যবসায়ীদের সুযোগ-সুবিধার বিষয়টি উঠে আসে এ সভায়। এ ছাড়া বন্দরের উন্নয়নের জন্য জনবল, যানবাহন ও আধুনিক স্থাপনার বিষয়েটি গুরুত্ব দেয়া হয়। এ সভায় মংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম ফারুক হাসান, মংলা কাস্টমস হাউজের কমিশনার ড. মোহাম্মদ আল আমিন প্রামাণিক ও বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমারসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তা ইআরএফ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ