Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

পটিয়ায় শিক্ষিকাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে বখাটে

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা  : সিলেটের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজা ট্রাজেডির রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের পটিয়ায় ঘটে গেল আরেকটি ঘটনা। প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইভটিজিং-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় টুটুল নামের এক সন্ত্রাসী লিজা নামের এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটিয়েছে। গতকাল (মঙ্গলবার) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, পটিয়া উপজেলার দক্ষিণভূর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিশফাক সুলতানা লিজা (২৭) কে টুটুল নামের এক সন্ত্রাসী মাস্তান দীর্ঘদিন ধরে ইভটিজিংসহ প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মাস্তানের এ প্রস্তাব প্রত্যাখ্যানসহ ইভটিজিং-এর ব্যাপারে প্রধান শিক্ষককে অবহিত করে। প্রধান শিক্ষক এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি টুটুলের অভিভাবককে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে টুটুল গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্কুলে গিয়ে লিজাকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে লোহার রড দিয়ে পিটিয়ে লিজার পিঠে, ঘাড়ে গুরুতর জখম করে। একপর্যায়ে লিজাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার সময় লিজা আটকাতে গিয়ে লোহার রডের প্রচ- আঘাতে লিজার ডান হাত ভেঙ্গে যায়। লিজার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী টুটুল পালানোর সময় লোকজন তাকে আটকিয়ে ফেলে। পরে পুলিশকে খবর দিলে পটিয়া থানার এস. আই. সোহেল কামাল ঘটনাস্থলে গিয়ে টুটুলকে গ্রেফতার করে। গুরুতর আহত অবস্থায় লিজাকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে লিজাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। স্কুল শিক্ষিকা মিশফাক সুলতানা (লিজা) উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের কন্যা। সন্ত্রাসী আহ্সান উল্লাহ্ টুটুল (৩৩) উপজেলার দক্ষিণভূর্ষি গ্রামের পূর্ব ডেঙ্গাপাড়ার আনোয়ার হোসেনের পুত্র।  



 

Show all comments
  • কাজল ১৫ মার্চ, ২০১৭, ৯:৩৮ এএম says : 0
    এদের কঠোর শাস্তি চাই
    Total Reply(1) Reply
    • রুহুল ১৫ মার্চ, ২০১৭, ১০:০১ এএম says : 4
      ফাসী চাই, ফাসী চাই,এধরনের অপরাধের শাস্তী, ফাসী চাই
  • বেনাম ১৫ মার্চ, ২০১৭, ৪:২২ পিএম says : 0
    এখানে মন্তব্য করার কিছুই নেই আমাদের সমাজের জন্য অবক্ষয় হয়েছে এর উন্নতি গঠাতে হবে !!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ