Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু সহোদরকে শ্বাসরোধে হত্যা

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জে চার শিশু হত্যার রেশ কাটতে না কাটতে এবার কুমিল্লায় দুই ভাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নগরীর সদর দক্ষিণ উপজেলাধীন ঢুলিপাড়া এলাকায় গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ঢুলিপাড়ার আবুল কালামের ছেলে মেহেদী হাসান জয় (৭) ও মেজবাউল হক মনিকে (৫)। বিকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে আবুল কালামের প্রথম স্ত্রীর ছেলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র মো. আল শফিউল ইসলাম ছোটন গতকাল (শনিবার) বিকাল সাড়ে ৩টার দিকে তার সৎ ভাই জয় ও মনিকে গলায় রশি পেঁচিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের খাটের ওপর রেখে পালিয়ে যায়। এ সময় তাদের বাবা-মা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মামুনুল হক জানান, ধারণা করা হচ্ছে তাদের গলায় রশি দিয়ে পেঁচিয়ে অথবা শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে হবিগঞ্জে চার শিশু হত্যা করে মাটির নিতে পুতে রাখা হয়। পরে পাঁচদিন পর তাদের লাশ উদ্ধার করা হয়।



 

Show all comments
  • Nizam Talukdar ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১:০৫ পিএম says : 0
    Oder jono sommokkhe fasi diya mere fela hok.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু সহোদরকে শ্বাসরোধে হত্যা

২৮ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ