পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বগুড়া অফিস : গত শুক্রবার বিকেলে বগুড়ার নিশিন্দারা উপ-শহরের আরসি টাওয়ারের ২য় তলায় ওয়ালটন-এর নতুন শো’রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শো’রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বগুড়ার সিনিয়র আইনজীবী অ্যাড. জিআরএম খায়রুজ্জামানের সভাপতিত্বে এবং লিটন মিয়ার পরিচালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চীফ মহসিন রাজু, বিশিষ্ট আইনজীবী অ্যাড. সাগর, অ্যাড নাসিম, অ্যাড. হযরত আলী, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার সহকারী ব্যবস্থাপক রাহাউদ্দিন রাহী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।