Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

এ বছর আন্তর্জাতিক নারী দিবস ২০১৭-এর মূল প্রতিপাদ্য “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা”।  দিবসটি উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত দলিত নারীদের জন্য স্থানীয় এনজিও বাকেরগঞ্জ ফোরাম-এর সহযোগিতায় ফ্রেড হলোজ ফাউন্ডেশন (দ্য ফাউন্ডেশন) এক বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করে। চক্ষু শিবিরে ৩শ’র অধিক দলিত নারীর চোখ পরীক্ষা করা হয়েছে এবং দৃষ্টি সমস্যাজনিত কারণে ১শ’ নারীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। পরীক্ষার সময় যাদের চোখে জটিল সমস্যা ধরা পড়েছে তাদের বিশেষ সেবাযুক্ত উন্নত চক্ষুসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে। সেবা কেন্দ্রের দূরত্ব ও চক্ষুসেবা নিয়ে সচেতনতার অভাবে সুবিধাবঞ্চিত যেসব নারী প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশে ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার ড. জেরিন খায়ের। ফাউন্ডেশনটি বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সকল প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে লিঙ্গ বৈষম্য দূরীকরণে চক্ষু স্বাস্থ্যসেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। ফাউন্ডেশনটি প্রত্যন্ত অঞ্চলে দুঃস্থ, অসহায় ও প্রান্তিক নারীদের মধ্যে চক্ষু সেবা প্রদানের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এই বিশেষ চক্ষুশিবিরটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফ্লাগশিপ কমিউনিটি ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ‘সিইং ইজ বিলিভিং (এসআইবি)’-এর অর্থায়নে ‘বিল্ডিং জেন্ডার একুইটাবেল আই হেলথ সিস্টেম ইন বরিশাল ডিভিশন’ প্রকল্পের একটা অংশ যা পরিহারযোগ্য অন্ধত্ব নিবারণ এবং মানসম্মত চক্ষু সেবাকে উৎসাহিত করতে অর্থায়ন করছে। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ