Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণ পুনর্গঠন ১০ প্রতিষ্ঠানের

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ১০ প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠন হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক ২০১৫ সালে দশ গ্রাহকের ঋণ পুনর্গঠন করেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এসব ঋণ পুনর্গঠনের অনুমোদন দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালের ২২ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি থেকে মেসার্স সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলীকরণ করতে অনাপত্তিপত্র প্রদান করা হয়েছে। একই সঙ্গে এই মেয়াদি ঋণটি প্রয়োজনীয় ডাউন পেমেন্ট ১ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ৩৬ মাস মেয়াদে পুনঃতফসিল করার পরামর্শ দিয়েছে। অংকুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেডকে মোট ঋণের ৩ শতাংশ হারে আদায় সাপেক্ষে ৪ বছর মেয়াদে, ময়নাকুটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বকেয়া স্থিতির ৩ শতাংশ আদায় সাপেক্ষে ৫ বছর মেয়াদে, মেসার্স বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ লিমিটেডকে ঋণের কমপক্ষে ৫ শতাংশ ডাউন পেমেন্ট নিয়ে ৬ বছর মেয়াদে, বদর স্পিনিং মিলস লিমিটেডকে ডাউন পেমেন্ট গ্রহণ ও ঋণের মেয়াদকাল নিরূপণ সংক্রান্ত শর্ত ব্যতীত বিআরপিডির প্রজ্ঞাপন ১৫-২০১২’র অন্যান্য শর্ত যথাযথ পরিপালন করে ২০২৪ সালের জুন পর্যন্ত, মেসার্স ভার্গো লিমিটেডের মেয়াদি ও তলবি ঋণের জন্য ৮ কোটি ডাউন পেমেন্ট নিয়ে ডাউন পেমেন্ট গ্রহণ ও ঋণের মেয়াদকাল নিরূপণ সংক্রান্ত শর্ত ব্যতীত বিআরপিডির প্রজ্ঞাপন ১৫-২০১২’র অন্যান্য শর্ত যথাযথ পরিপালন করে ৩৬ মাস মেয়াদে, মেসার্স ইব্রাহিম কনসোর্টিয়াম লিমিটেডকে ৮১ লাখ টাকা ডাউন পেমেন্ট নিয়ে ২৪ মাস মেয়াদে ও ডিএসএল সুয়েটার লিমিটেডকে ৭ বছর মেয়াদে পুনঃতফসিল করার পরামর্শ ও অনাপত্তিপত্র দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইভাবে বিউটিফুল জ্যাকেট, প্যানবো বাংলাদেশ, চ্যামন ইস্পাত, মাদার টেক্সটাইল প্রভৃতি ঋণ হিসাব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করে পুনঃতফসিল ও পুনর্গঠন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ