Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববাজারে বাড়বে তুলার উৎপাদন

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চলতি মৌসুমে হেক্টর প্রতি তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৮১ কেজি
কর্পোরেট ডেস্ক  : চলতি মৌসুমে হেক্টর প্রতি তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৮১ কেজি। আগামী মৌসুমে বিশ্বে তুলা উৎপাদন বাড়বে। ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি (আইসিএসি) এক পূর্বাভাসে জানায়, ২০১৭-১৮ মৌসুমে বিশ্বে দুই কোটি ৩৪ লাখ টন তুলা উৎপাদিত হতে পারে, যা চলতি মৌসুমের তুলনায় ২ শতাংশ বেশি। সংস্থাটি জানিয়েছে, আগামী মৌসুমে বিশ্বে তুলার আবাদ ৫ শতাংশ বাড়বে। এ ধারণা সত্যি হলে পণ্যটির উৎপাদন তিন কোটি টন ছাড়িয়ে যেতে পারে। তবে আগামী মৌসুমে উৎপাদন বাড়লেও হেক্টরপ্রতি উৎপাদন কমবে তুলার। আইসিএসির হিসাব অনুযায়ী, আগামী মৌসুমে বিশ্বে প্রতি হেক্টরে ৭৬৪ কেজি তুলা উৎপাদিত হবে, যা চলতি মৌসুমের তুলনায় ১৩ শতাংশ কম। এ মৌসুমে সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ ভারতে তুলার আবাদ কমেছে প্রায় ১২ শতাংশ। নতুন মৌসুমে দেশটিতে পণ্যটির আবাদের লক্ষ্য রয়েছে এক কোটি পাঁচ লাখ হেক্টর জমিতে। চলতি মৌসুমে ভারতের প্রতি হেক্টর জমিতে ৫৬০ কেজি তুলা উৎপাদিত হয়েছে। এ মৌসুমে ভারতে তুলা উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে ৫৯ লাখ টন, যা গত মৌসুমের তুলনায় ২ শতাংশ বেশি। আইসিএসির পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে অন্যতম শীর্ষ উৎপাদক দেশ চীনে ২৮ লাখ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। এ নিয়ে টানা পাঁচ বছর নিম্নমুখী রয়েছে পণ্যটির আবাদ। তবে আবাদ কমলেও উৎপাদন কমবে না। চলতি মৌসুমে দেশটিতে ৪৭ লাখ টন তুলা উৎপাদনের লক্ষ্য রয়েছে। আগামী মৌসুমে চীনের ২৯ লাখ হেক্টর জমিতে তুলার আবাদ হবে বলে জানিয়েছে আইসিএসি, যা চলতি মৌসুমের চেয়ে ৩ শতাংশ বেশি। আসছে মৌসুমে দেশটিতে পণ্যটির উৎপাদন দাঁড়াবে ৪৮ লাখ টনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ