পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আহমদ আতিক : ২০১৪ সালের নির্বাচনকে নিয়ে ভিন্নমত প্রকাশের পর অনেকটা নীরবতা অবলম্বনের পর আবারো সরগরম কূটনীতিকপাড়া। এদিকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে নবগঠিত নির্বাচন কমিশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এজন্য ভোট চাওয়ার পাশাপাশি দলের নেতাদের নানান নির্দেশনা দিচ্ছেন। অন্যদিকে, বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বর্তমান ইসি’র অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না বলে আগাম সংশয় প্রকাশ করেছে। বসে নেই বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তাদের মত প্রকাশ করতে শুরু করেছে। সেই সাথে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও বাংলাদেশের নির্বাচন হয়ে উঠছে আলোচনার বিষয়বস্তু। ইইউ’র বিভিন্ন সভায় বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র, গুম ও রাজনৈতিক সহিংসতা আলোচনা এখন নিয়মিত বিষয়। প্রেসিডেন্টের সাথেও নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে চাচ্ছে কূটনীতিকরা। তবে সরকারের পক্ষ থেকে এসব বিষয়কে দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশীদের অতি আগ্রহ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আর তাই এ বিষয়ে খুব একটা সাড়াও নেই। আর তাই সর্বত্র এমন আলোচনা হচ্ছে যে, হঠাৎ করে বিএনপি’র সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউসহ ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের বৈঠক কী বার্তা বহন করছে? তাছাড়া হঠাৎ করে রাজনৈতিক বিষয় নিয়ে কূটনীতিকরা এমন তৎপর কেন? এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে সম্ভাব্য সামরিক চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশের ইতিহাসে সবচে বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাবক চীনের কাছ থেকে কি প্রতিক্রিয়া হতে পারে তা নিয়েও জোর আলোচনা চলছে বোদ্ধা মহলে।
এদিকে গত সপ্তাহে ঢাকাস্থ ইইউ রাষ্ট্রদূতরা একটি বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকরা আলোচনা করেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। যদিও সূত্র জানায়, এটি একটি নিয়মিত বৈঠক। এ ধরনের বৈঠকে বাংলাদেশের সাথে ইইউভুক্ত দেশগুলোর সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন এবং বেশ কয়েকজন ইইউ দেশের রাষ্ট্রদূত। এর আগে তার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। যুক্তরাষ্ট্রে ক্ষমতায় পালাবদলের পর এই বৈঠকই ছিল বার্নিকাটের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রথম বৈঠক। যদিও বার্নিকাট বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই তার এই বৈঠক। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করা একজন রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব। ইসলামী দলসহ সব রাজনৈতিক দলের সঙ্গেও একে একে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বিএনপি সূত্রে জানা গেছে, কূটনীতিকদের সাথে বৈঠকগুলোতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েই মূলত আলোচনা হয়। তাছাড়াও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়। নির্বাচনকালীন সহায়ক সরকার না হলে আগামীতে ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা নির্বাচন হতে পারে দলের এমন আশংকার বিষয়টিও তুলে ধরা হয়।
যুক্তরাজ্যও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ও প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা দেখতে চায়। বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রী অলোক শর্মাও পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের সাথে বৈঠককালে তাদের এ মনোভাবের কথা জানিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আর বেশি দেরি নেই। তাই রাজনৈতিক দলগুলোর মনোভাব জানতে চাচ্ছে কূটনীতিকরা। আর রাষ্ট্রদূতদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা স্বাভাবিক ঘটনা। পৃথিবীর সব দেশেই এমন প্রচলন আছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে সেটা তারা সেই অর্থে বলতে পারে না। যে কোন বিষয়ে পরামর্শ দিতে পারে। মূলত তারা দেশের রাজনৈতিক অঙ্গনের কী অবস্থা সেটা বোঝার জন্যই বৈঠক করছে। তবে সবার সাথে আলোচনা করা একটা ভালো দিক। আলোচনা করলে অনেক জটিল বিষয়েরও সমাধান বের হয়।
অন্যদিকে বাংলাদেশের ২০১৪ সালের নির্বাচনের সমালোচক ইইউ বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বারংবার সরকারকে তাদের অবস্থানের কথা জানান দিচ্ছে। গত বছরের ডিসেম্বরে ব্রাসেলসে অনুষ্ঠিত বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সুশাসন ও মানবাধিকার বিষয়ক সাব গ্রæপের বৈঠকে ইইউ আহŸান জানিয়েছিল, তারা চান সকল রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন, নিরপেক্ষ, নির্দলীয় ও দক্ষ নির্বাচন কমিশন। এরপর চলতি বছরের ১৫ ফেব্রæয়ারী ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুনরায় আলোচনা অনুষ্ঠিত হয়। যা ছিল দ্বিতীয় পর্যায়ের ‘ডিপ্লোম্যাটিক কনসালটেশনস’। ওই আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। এরপর ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানা যায়, যৌথ সংলাপে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশকে চাপ দিয়েছে ইইউ। কূটনৈতিক সূত্রে জানা যায়, ইইউ’র পক্ষ থেকে বাংলাদেশের নবগঠিত নির্বাচন কমিশনের বিষয়ে তাদের বক্তব্য জানানো হয়েছে সরকারকে।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সংলাপে বাংলাদেশ ও ইইউ উভয় দিকের রাজনৈতিক পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও অপরাপর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়। বলা হয়, যত দ্রæত সম্ভব ইউরোপে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে কাজ শুরু করবে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন।
এর আগেও গত বছরের নভেম্বরে ইইউ’র আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কমিটির প্রতিনিধিদল বাংলাদেশ সফর শেষে এক সংবাদ সম্মেলন করে। সেখানে ঐ কমিটির চেয়ারম্যান বারন্ড ল্যাঙ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন সামনে রেখে শক্তিশালী একটি নির্বাচন কমিশন গঠন চায় ইউরোপীয় পার্লামেন্ট। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত ওই নতুন নির্বাচন কমিশনটি এমন হতে হবে, যাতে করে বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে ভোটারদের আস্থা থাকবে। তারা যাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করতে পারে এবং সকলের অংশগ্রহণ থাকে।
ইইউ দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে। কিন্তু ২০১৪ সালের নির্বাচনের পরে ইইউ তাদের প্রকল্পের সংখ্যা কমিয়ে দেয়। বর্তমানে তাদের কোনও প্রকল্প নেই। ইইউ ও মার্কিন রাষ্ট্রদূতরা জানিয়েছেন, নতুন নির্বাচন কমিশন এবং সরকার চাইলে, তারা নতুন করে প্রকল্প গ্রহণের বিষয়টি বিবেচনা করবেন। নির্বাচন কমিশনের সচিব মোহাম্মাদ আবদুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, একটি প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে বিদেশি সংস্থাদের সহায়তা চেয়েছিলাম। কিন্তু কেউ আগ্রহ দেখায়নি।
নরডিক তিনটি দেশের রাষ্ট্রদূত ও কয়েকজন বিশেষজ্ঞ আগামী ১২ মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে বলে জানান তিনি। বৈঠকের আলোচ্য বিষয় কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এটি তারা পরিষ্কার করে বলেননি।
তবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট স¤প্রতি গণতন্ত্র শক্তিশালীকরণ ও নির্বাচন কমিশনের প্রকল্পে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন।
নতুন নির্বাচন কমিশন গঠনের আগে গত জানুয়ারি মাসে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। এর আগে গত নভেম্বরেও তারা একই বিষয়ে আলোচনার জন্য প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু দু’বারই তাদের আবেদনে সরকারী তরফে সাড়া মেলেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।