পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : বাসা-বাড়িতে সৌরশক্তি ব্যবহারে বাংলাদেশ বিশ্বে প্রথম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের ‘বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইআইডি) এক্সপো অ্যান্ড ডায়ালগ’-এর দ্বিতীয় দিনে ক্রস বর্ডার বিজনেস ডায়ালগে তিনি এ কথা জানান। এ ডায়ালগের আয়োজন করে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)।
সালমান এফ রহমান বলেন, অনেকের ধারণা সৌরশক্তি ব্যবহারে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। প্রকৃতপক্ষে বাসা-বাড়িতে সৌরশক্তি ব্যবহারে বাংলাদেশ বিশ্বে এক নাম্বার। বাসা-বাড়িতে সৌরশক্তির এমন ব্যবহার বিশ্বের আর কোথাও নেই। যদিও শিল্পে সৌরশক্তির ব্যবহার এতটা বাড়েনি।
তিনি বলেন, শিল্প ও কৃষি নিয়ে সব সময় আমরা দ্ব›েদ্ব থাকি। আমরা যখনই শিল্প করতে যাই, তখনই কৃষি মন্ত্রণালয় থেকে বলা হয় জমি নেই। এই দ্ব›েদ্বর মধ্যে সৌরশক্তির ব্যবহারে কীভাবে এগিয়ে যাবে। তারপরও সরকার গ্রিন এনার্জির দিকেই এগিয়ে যাচ্ছে। গার্মেন্টের মধ্যে অনেক কারখানায়ই এখন গ্রিন এনার্জির দিকে যাচ্ছে।
প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে তিনি বলেন, ভৌগলিকভাবে আমরা চীন এবং ভারতের মাঝামাঝি অবস্থান করছি। তাই আমাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের বড় সুযোগ রয়েছে। আমাদের মাধ্যমে এই দুই অর্থনৈতিক শক্তি কীভাবে ঘনিষ্ঠ হতে পারে, সে উদ্যোগ নিতে পারি। কানেকটিভিটির উপর গুরুত্বারোপ করে সালমান এফ রহমান বলেন, কানেকটিভিটিতে আরও বেশি জোর দিতে হবে। যদিও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কানেকটিভিটি হচ্ছে। চীনের সঙ্গে ভালো কানেকটিভিটি হওয়া দরকার। এক্ষেত্রে দেশটির কাছ থেকে ইনফ্রাস্ট্রাকচার এবং ইনোভেশনের সাহায্য নিতে হবে। উদাহরণ হিসাবে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের কাজ করছে চীনের কোম্পানি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিসিসিআই সভাপতি গাজী গোলাম দস্তগীর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।