Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাতিল নোট হাতে রাখলে ১০ হাজার জরিমানা

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ভারতে বাতিল হওয়া ১০টির বেশি নোট কোনো ব্যক্তির কাছে পাওয়া গেলে তাকে সর্বনিম্ন ১০ হাজার রুপি জরিমানা গুণতে হবে। গত নভেম্বর মাসে দেশটির সরকার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে। সেই নোট বদলানোর জন্য ৫০ দিন, অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল সরকার। এরপর ওই নোট কেবল প্রতিটি রাজ্যের রিজার্ভ ব্যাংক থেকে প্রয়োজনীয় নথি নিয়ে বদল করার নির্দেশ ছিল। সেই মেয়াদও শেষ হচ্ছে ৩১ মার্চ। গত মাসে ভারতের সংসদে ‘দ্য স্পেসিফায়েড ব্যাংক নোট অ্যাক্ট-২০১৭’ পাস হওয়ার পর গত ২৭ ফেব্রুয়ারি ওই বিলে রাষ্ট্রপতি সই করেছেন। এতে এটি আইনে পরিণত হয়েছে।বুধবার জানানো হয়, আইন অনুযায়ী এখন যদি কোনো ব্যক্তির কাছে বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপির ১০টির বেশি নোট পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তিকে শাস্তি পেতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাতিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ