Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলেক্ট্রো মার্ট লি.-এর বিজনেস মীট ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০১৬ অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও এয়ার কন্ডিশনার বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লি.-এর বার্ষিক বিজনেস মীট-২০১৭ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০১৬। “সাফল্যের সহযাত্রী”Ñএই স্লেøাগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট-এর চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। এছাড়া গ্রী এয়ার কন্ডিশনারের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার মি. কেভিন বাই, ভাইস রিজিওনাল ম্যানেজার মি. কজমো ল্যাম ও সেলস অ্যাসিসট্যান্ট মিস মেরী মা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইলেক্ট্রো মার্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং ইলেক্ট্রো মার্ট লি.-এর পরিচালক মো. নুরুচ্ছাফা বাবু, মো. নুরুল আফসার ও সাজ্জাদ উন নেওয়াজ রাফী এবং ডিজিএম, ন্যাশনাল সেলস মো. নজরুল ইসলাম চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কনফারেন্সে ইলেক্ট্রো মার্টের বিভিন্ন পণ্য ও ব্র্যান্ডের বাজারজাতকরণ, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং বিগত বছরের কর্মকা-ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের সারাদেশের ডিলার ও চ্যানেল পার্টনারদের মধ্যে পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সব শেষে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিদেরকে সুর মূর্ছনায় আবেশিত করে। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ