Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচন বিনা ভোটে অর্ধশতাধিক চেয়ারম্যান আ’লীগের

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০১৬

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও বিগত জাতীয় নির্বাচনের মতো অনেকটা একতরফা হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে বিরোধী দলগুলো। ইউপি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন ইউনিয়নে বিনা ভোটের চেয়ারম্যানের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রথম পর্যায়ের এ নির্বাচনে এখন পর্যন্ত বিনা ভোটের চেয়ারম্যানের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হতে এখনও প্রায় সপ্তাহ খানেক বাকি। ২ মার্চ পর্যন্ত এ সংখ্যা আরও বাড়বে বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭৩৮টির মধ্যে ১১৪ ইউনিয়নে সরকারি দলের বাধায় নিজেদের প্রার্থীই দিতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাস আর ভয়ভীতির কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিএনপির প্রার্থীরা।
আগামী ২২ মার্চ দলীয় প্রতীকে হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম পর্বের ৭৩৮টির মধ্যে ৭১টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা পড়েনি বিএনপির প্রার্থীর। যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন আরও ৩০ প্রার্থী।
খোঁজ নিয়ে জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হতে যাচ্ছেন তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। বাছাইয়ে বিএনপির আরও ৩২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র জমা না দিতে পারা ৭০ জনের পর এখন সব মিলিয়ে ১০২ ইউপিতে দলটির কোনো প্রার্থীই নেই। পরে গতকাল শুক্রবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সরকারি দলের বাধার মুখে তাদের প্রার্থীরা মোট ১১৪ ইউপিতে নিজেদের মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।
জানা গেছে, প্রথম পর্বের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষদিনে ২৫ জন আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে অন্য কোনো প্রার্থী ছিল না। এরপর গত মঙ্গল ও বুধবার বাছাইয়ে বিএনপিসহ অন্যদলের প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় আরও ২৫ জন প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে বাগেরহাটে ২৬ জন, মাদারীপুরের শিবচরে ১৩ জন, ঝালকাঠির নলছিটিতে ৫ জন, বরগুনা সদর, ভোলা সদর, মুন্সীগঞ্জের সিরাজদিখান, সাতক্ষীরার কলারোয়া, খুলনার তেরখাদা ও বরিশালের বানারীপাড়ায় একজন করে প্রার্থী রয়েছেন।
যেসব চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সেখানে প্রতিপক্ষের প্রার্থীদের মনোনয়নপত্র জমায় বাধাদানের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাট জেলায় আওয়ামী লীগের ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বুধবার বাছাইয়ে জেলার পাঁচ উপজেলার সাতটি ইউপির নয়জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করায় এসব ইউপিতে একক প্রার্থী থাকছেন শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। এর আগে গত সোমবার ১৯ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ঝালকাঠির নলছিটি উপজেলার ১০ ইউপির মধ্যে পাঁচটিতে বিএনপির প্রার্থীসহ সাতজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
মাদারীপুরের শিবচরে ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির ১৫ প্রার্থীসহ ২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখানে ১৩ জন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। ভোলার ২ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকায় ২ জন, কুতুবা ইউনিয়নে ১ জন, দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে একজনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
স্বরূপকাঠির সুটিয়াকাঠিতে বিএনপির ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বানারীপাড়ায় চেয়ারম্যান পদে বিএনপির একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরগুনার পাথরঘাটায় ৭ ইউনিয়নে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিরাজদিখান উপজেলার ১০ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কক্সবাজারে ৩ উপজেলার ১৯ ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী জিয়াউর রহমান, পাবনার বেড়া উপজেলার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউপিতে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।



 

Show all comments
  • Kamal Ahmed ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৪৯ এএম says : 0
    ভোট হলে ত ফেল মারবে যে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন বিনা ভোটে অর্ধশতাধিক চেয়ারম্যান আ’লীগের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ