পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ঢাকায় ‘সরকারি ক্রয়ে গর্ভনমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর ফোরাম এবং ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সিপিটিইউ’র কারিগরি সহায়তায় বিসিসিপি আয়োজিত এই কর্মশালায় ই-জিপি পদ্ধতির বিষয়ে জ্ঞান বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা পালনে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করা এবং ঠিকাদার ও ক্রয়কারী সংস্থার মধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত তাদের চিন্তাচেতনা, ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে একটি অনানুষ্ঠানিক প্লাটফর্ম গঠন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি সচিব মো: মফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সিপিটিইউর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: ফারুক হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর কবীর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সভাপতি মেজর জেনারেল মইন উদ্দিন, বিশ্বব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. জাফরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মজিবর রহমান। অনুষ্ঠানে ই-জিপি বিষয়ক উন্মুক্ত আলোচনার পর ঢাকা জেলার জন্য ১৫ সদস্য বিশিষ্ট গর্ভমমেন্ট এন্ড কন্ট্রাক্টর ফোরাম গঠিত হয়। ক্রয়কারী সংস্থার কর্মকর্তা, ঠিকাদার, ৪৩টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা সেমিনারে অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।