পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপক সম্মেলন ২০১৭-এর ২য় পর্যায় গতকাল কুয়াকাটায় অবস্থিত সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) চৌধুরী মোসতাক আহ্মেদ। ব্যাংটির ১২৯টি শাখা’র ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকটির চলতি বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। উক্ত সম্মেলনে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ওয়াসিফ আলী খান, বদিউল আলম ও এম এ ওয়াদুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব এএসএম বুলবুল এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মানব সম্পদ বিভাগের প্রধান মাহ্ সৈয়দ আব্দুল বারী। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।