পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের শেষ কার্যদিবসে উভয় শেয়ারবাজারের লেনদেন বেড়েছে। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচক কিছুটা কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রধান সূচক কিছুটা বেড়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৮ শতাংশ (১২৬টি) প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৫০ শতাংশ (১৬৪টি) শেয়ারের। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দশমিক ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৩৩ কোটি ১৫ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২৪ কোটি টাকা বেশি। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। কোম্পানির ৫৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৪৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস।
লেনদেনে এরপর রয়েছে- বারাকা পাওয়ার, আরএসআরএম স্টিল, বিবিএস, অ্যাপোল ইস্পাত, একটিভ ফাইন, এএফসি অ্যাগ্রো এবং আইডিএলসি। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৬৭ পয়েন্টে।
বাজারটিতে ৮৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৫টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তীত রয়েছে ২৯টির দাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।