Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনেস্কোর কিং হামাদ বিন ইসা আল খলিফা পুরস্কার পেল বাংলাদেশের জাগো ফাউন্ডেশন

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুটনৈতিক সংবাদদাতা : শিক্ষা খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সফল ব্যবহার করায় ‘আইসিটি ইন এডুকেশন বিভাগ’ এ ‘ইউনেস্কো কিং হামাদ বিন ইসা আল খলিফা’ পুরস্কার পেল জাগো ফাউন্ডেশন। গত মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দফতর থেকে পুরস্কারটি গ্রহণ করেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ। ইনোভেটিভ শিক্ষাব্যবস্থাকে স্বীকৃতি দিতে ২০০৫ সাল থেকে কাজ করছে ইউনেস্কো। এরই অংশ হিসেবে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বকোভা, একটি পাঁচ সদস্যর জুরিবোর্ড এবং আইসিটি খাতের বিশেষজ্ঞদের সহায়তায় প্যানেল গঠন করা হয়। সেই প্যানেল জাগো ফাউন্ডেশনসহ আরো বেশ কিছু সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করে।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আইসিটি সুবিধা ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাবঞ্চিত স¤প্রদায়ের শিক্ষার্থীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিয়েছে জাগো ফাউন্ডেশন। আর তা সম্পন্ন করা হয়েছে অনলাইন স্কুলের মাধ্যমে। জাগো ফাউন্ডেশনের এই কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক জুরিদের চেয়ারম্যান ড্যানিয়েল বারগশ ও ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বকোভা পুরস্কার ঘোষণা করেন। বাহরাইনের উপপ্রধানমন্ত্রী শায়খ মুহাম্মদ বিন মুবারক আল খলিফা এবং দেশটির শিক্ষামন্ত্রী ড. মাজেদ বিন আলী আল-নয়ামির উপস্থিতিতে এ পুরস্কার গ্রহণ করেন করভি রাকসান্দ।
পুরস্কার হাতে পাওয়ার পর জাগো ফাউন্ডেশনের এই উদ্যোগে সহায়তার জন্য গ্রামীণফোন লিমিটেড ও অগ্নি সিস্টেমস লিমিটেডকে বিশেষভাবে ধন্যবাদ জানান রাকসান্দ। এ ছাড়াও একুশে ফেব্রæয়ারির মতো ঐতিহাসিক এক দিনে এই পুরস্কার দেয়ার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে অনলাইন স্কুলের শিশুদের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন উপস্থিত অতিথিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাউন্ডেশন

৪ জানুয়ারি, ২০২৩
৪ ডিসেম্বর, ২০২২
৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ