পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : বিশ্ববাজারে বাংলাদেশের ডেনিম পণ্যের বাজার আরো সম্প্রসারিত করতে আগামী ১ ও ২ মার্চ রাজধানীর র্যাাডিসন ব্লু হোটেলে শুরু হচ্ছে দুই দিনের সপ্তম ডেনিম ও জিন্স প্রদর্শনী। ‘ডেনিম ম্যাস আপ’ থিম নিয়ে এবারের আয়োজন করছে ডেনিম জিন্স। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান ডেনিম অ্যান্ড জিন্স। এতে বলা হয়, পোশাকের ব্র্যান্ড জারা থেকে গুচিসহ বিশ্বের খ্যাতনামা ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে। এতে সেমিনার এবং ফ্যাশন শোর পাশাপাশি বিভিন্ন আয়োজন থাকবে। ডেনিম অ্যান্ড জিন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সন্দ্বীপ আগারওয়াল বলেন, বিশ্বে ডেনিম তৈরির দিক থেকে অনন্য অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ ধারাবাহিকতার প্রতিফলন ঘটে ডেনিম অ্যান্ড জিন্সের প্রদর্শনীতে। তিনি জানান, এবারের প্রদর্শনীতে বিশ্বের সেরা পোশাক খাতের প্রতিষ্ঠান গুচি, জারাসহ বিভিন্ন দেশের প্রায় ৯০টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনী সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।