Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

২৮ ফেব্রুয়ারি শুরু সাইফ পাওয়ারটেকের চাঁদা গ্রহণ

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : সাইফ পাওয়ারটেক লিমিটেড ৫ টাকা প্রিমিয়ামে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করবে। শেয়ারহোল্ডার শনাক্ত করতে ৭ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করে সেবা আবাসন খাতের কোম্পানিটি। ২৮ ফেব্রুয়ারি তাদের রাইট শেয়ারের চাঁদা গ্রহণ শুরু হবে, চলবে ২০ মার্চ পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, গত মাসে ৫৯৫তম কমিশন সভায় সাইফ পাওয়ারটেকের রাইট প্রস্তাব অনুমোদন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারপ্রতি ৫ টাকা প্রিমিয়াম নিতে পারবে কোম্পানি। কমিশন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, ১৫ টাকা দরে বিদ্যমান প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করতে পারবে সাইফ পাওয়ারটেক। এ প্রক্রিয়ায় ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এ অর্থে ব্যাংক ঋণ পরিশোধের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ করবে তারা। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে তাদের চলমান ব্যাটারি প্রকল্পের কলেবর বাড়ানো হবে। কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ২৭ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে সাইফ পাওয়ারটেক। এরমধ্যে বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়ে গেছে। ২০১৫ হিসাব বছরে কোম্পানিটি ২৯ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। গত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ৪ টাকা ৩৮ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৩৭ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ২৩ টাকা ২২ পয়সা।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ