Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

রিট মামলাটি হাইকোর্টে কার্যতালিকায়

ছেলের আবেদনে ভাইভা দেবে বাবা!

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জীবন বীমা করপোরেশনের সহকারী ম্যানেজার পদে স্নাতকোত্তর চাওয়া হলে অনার্সেই ইন্টারভিউ কার্ড ইস্যু, ছেলের আবেদনে বাবার নামে কার্ড ইস্যু প্রভৃতি অনিয়মের অভিযোগে দায়ের করা রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এসেছে। গতকাল (বৃহস্পতিবার) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। এমন অভিযোগের মধ্যেই আজ শুক্রবার এ পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে গতকাল ওই পরীক্ষা স্থগিতের দাবিতে প্রার্থীরা জীবন বীমা অফিসের সামনে বিক্ষোভ প্রদশন করেছে। এ বিষয়ে জানতে চাইলে জিএম প্রশাসন এমএম মেজবাউল ইসলাম বলেন, আমি এখন ব্যস্ত আছি পরে এ বিষয়ে কথা বলব।  সদ্য বিদয়ী ব্যবস্থাপনা পরিচালক এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এ দিকে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, যেহেতু এ বিষয়ে রিট মামলা বিচারাধীন এ জন্য শুক্রবারের পরীক্ষা নেয়া সমচীন নয়। তিনি আরো বলেন, কোন বিচারাধীন মামলা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা উচিত বলে মনে করেন তিনি। গত বছরের ২৪ ফেব্রুয়ারি এ পদে নিয়োগ পেতে কাউছার হামিদ নামে একজন প্রার্থী এ আবেদন করেন। আবেদনে জীবন বীমা করপোরেশনের সহকারী ম্যানেজার নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত করতে ও পুনরায় এ পদে পরীক্ষা নিতে বলেন তিনি। এ আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে তদন্ত করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে প্রতিষ্ঠান বরাবর মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিকুল ইসলাম স্বাক্ষর নোটিশ দেয় অর্থ মন্ত্রণালয়। রিট মামলা থেকে জানা যায়, জীবন বীমা করপোরেশন সহকারী ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর (মাস্টার্স)। কিন্তু জীবন বীমা করপোরেশনের ভাইভাতে (ইনটারভিউ) কার্ড ইস্যু করা অনার্স ও সমমান পাশের আবেদনকারীদের। মামলার নথিতে দেখা যায়, আবেদন করেছে পুত্র। কার্ড ইস্যু করা হয়েছে পিতার নামে। ছেলে সুমন তালুকদার আবেদন করলেও কার্ড ইস্যু হয়েছে পিতা শ্যামল কুমার তালুকদারের নামে। এসব অনিয়মে করা রিট আবেদনটি কার্যতালিকায় এলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিট মামলাটি হাইকোর্টে কার্যতালিকায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ