Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতির মধ্যে বিচার বিভাগকে টেনে আনবেন না

মির্জা ফখরুলকে প্রধান বিচারপতি

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আপনারা (রাজনীতিবিদ) রাজনীতি করেন, আপত্তি নেই। কিন্তু রাজনীতির মধ্যে বিচার বিভাগকে টেনে আনবেন না। রাজনীতিবিদ হিসেবে বিচার বিভাগকে নিয়ে কোনো ধরনের কটাক্ষ না করাই ভালো। বিচার বিভাগকে নিয়ে আপনাদের কটাক্ষ-মন্তব্যে ব্যথিত হই। গতকাল বৃহস্পতিবার বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের ব্যাখ্যা বিষয়ে মামলার শুনানিকালে প্রধান বিচারপতি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আপনি যদি মনে করেন পার পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন। আদালতে দেওয়া মির্জা ফখরুলের ব্যাখ্যায় প্রধান বিচারপতি সন্তুষ্ট হতে পারেননি। ফখরুলের অনুপস্থিতিতে তার আইনজীবী জয়নাল আবেদীনের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনি যদি মনে করেন পার পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন। জবাবে ফখরুলের আইনজীবী বলেন, বিচার বিভাগকে হেয় করে কোনো বক্তব্য দেয়া মির্জা ফখরুলের উদ্দেশ্য ছিল না। তিনি এখনো বিচার বিভাগের প্রতি আস্থাশীল। তিনি আরো বলেন, সাবেক বিচারপতি এম এ মতিনের বক্তব্য উদ্ধৃত করে মির্জা ফখরুল বিচার বিভাগ নিয়ে বক্তব্য দিয়েছেন। এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আপনাদের বক্তব্য পত্রিকায় যেভাবে এসেছে, এ ব্যাপারে আপনারা তো কোনো সংশোধনী দেননি। আমরা যেসব রায় দিই, তা যে শতভাগ নির্ভুল হয়, তা বলব না। হিউম্যান বিইং (মানুষ) হিসেবে আমাদেরও ভুল হতে পারে। ওই বক্তব্যের পর প্রধান বিচারপতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মির্জা ফখরুলের বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা হলফনামা আকারে দাখিলের জন্য তার আইনজীবীকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী সোমবার এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
গত বছর ৫ জানুয়ারিকে ঘিরে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এছাড়া হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলেন। হাইকোর্ট গত বছরের ২৪ নভেম্বর রুল নিষ্পত্তি করে ওই তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন। পরে হাইকোর্টের  আদেশ চ্যালেঞ্জ করে ফখরুল আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। গত ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতির আবেদনটি ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনীতির মধ্যে বিচার বিভাগকে টেনে আনবেন না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ