Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলেকরামা-২০১৬ তে এনার্জিপ্যাক

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফেব্রুয়ারিতে ভারতের ব্যাঙ্গালোরে গত ১৩-১৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম আন্তর্জাতিক বৈদ্যুতিক সামগ্রীর প্রদর্শনী ইলেকরামা-২০১৬ তে বাংলাদেশের প্রকৌশলী জগতের অন্যতম প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী একমাত্র প্রতিষ্ঠান এনার্জিপ্যাক তার প্যাভিলিয়ন এর নান্দনিক সৌন্দর্য এবং অত্যাধুনিক পণ্যের সমাহারে দর্শনার্থীদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। প্রযুক্তিগত পণ্যের উৎকর্ষতায় বাংলাদেশের অগ্রযাত্রা এই প্রদর্শনীর মাধ্যমে এক ভিন্নমাত্রা পেয়েছে।
পাঁচদিনব্যাপী এই প্রদর্শনী চলাকালনি সময়ে বিভিন্ন দেশ থেকে সমাগত ক্রেতাদের কাছ থেকে এনার্জিপ্যাক পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের কার্যাদেশ প্রাপ্ত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এনার্জিপ্যাক-এর প্রযুক্তি সমৃদ্ধ উপস্থিতি ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এর ব্যবস্থাপনা পরিচালক। -প্রেস বিজ্ঞপ্ত



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইলেকরামা-২০১৬ তে এনার্জিপ্যাক

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ