পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক ঃ সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল দেশের উভয় বাজারে মূল্য সূচকের পতন হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনে সূচকের পতন হলো। এদিকে সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেনের পরিমাণও কমেছে।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১১.৯৬ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৬৭.৫৬ পয়েন্টে। বুধবার সূচক কমেছিল ১৮.৮১ পয়েন্ট।
গতকাল লেনদেনে অংশ নেওয়া ৩২৯টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত ছিল ৫০টির দর।
এদিকে টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও ডিএসইতে ৫০০ কোটি টাকার কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার দিনশেষে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ১৪ লাখ টাকা। এ হিসাবে বুধবারের তুলনায় লেনদেন কমেছে ২৫ কোটি ৩৫ লাখ টাকা।
গতকাল লেনদেনের শীর্ষে ছিল লংকাবাংলা ফাইন্যান্স। দিনশেষে কোম্পানিটির ৪৫ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কাশেম ড্রাইসেলের লেনদেন হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ৫৭ হাজার টাকা। ১৪ কোটি ৬৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- সিঙ্গার বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, ইউসিবি।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৪২.৬৬ পয়েন্ট কমে গতকাল দিনশেষে ৮৫৬৬.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৩ টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৫২ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। সূত্র : ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।