পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্মক্ষেত্রে সঠিক প্রযুক্তির সুবিধা পায় না বেশিরভাগ কর্মী। ওরাকলের এক গবেষণায় বেরিয়ে এসেছে এমন এক তথ্য। সম্প্রতি ৫০০০ কর্মীর ওপর কর্মক্ষেত্রে সঠিক প্রযুক্তি সুবিধা নিয়ে গবেষণা চালায় ওরাকল করপোরেশন। যেসব প্রতিষ্ঠানে ২৫০-এর অধিক কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের কর্মীদের বেছে নয়ো হয় নমুনা হিসেবে। গবেষণায় দেখা গেছে, একজন কর্মীর সফলতা বা বিফলতা নির্ভর করে সর্বাধুনিক প্রযুক্তি, যোগ্য নেতৃত্ব এবং কোম্পানির মূল্যবোধের ওপর।
গবেষণার প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, শতকরা ৪৯ ভাগ কর্মী বলছে তাদের প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে না। শতকরা ৪৮ ভাগ কর্মী তাদের নেতৃত্বদানকারীর প্রতি সন্তুষ্ট এবং ৪৯ ভাগ মনে করে তাদের নেতারা তাদের ব্যাপারে উদার এবং শতকরা ৪৬ ভাগ মনে করেন তাদের কোম্পানির মূল্যবোধ রয়েছে। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।