পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : ঢাকায় চলছে দুটি প্রদর্শনী। বুধবার থেকে এদুটি প্রদর্শনী শুরু হয়। ১১তম ঢাকা ‘ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো নামে এ প্রদর্শনী হচ্ছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় চার দিনের প্রদর্শনী দুটির আয়োজন করছে সেমস্ গ্লোবাল ও চীনের প্রতিষ্ঠান সিসিপিআইটি। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এন্ড ফেব্রিক শো - উইন্টার এডিশন’ প্রদর্শনীতে বাংলাদেশসহ ৬টি দেশের ১৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে গার্মেন্টসের এক্সেসরিজ পণ্যও রয়েছে। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিয়েছে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান। প্রদর্শনীতে সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন এন্ড ফাইবার, আর্টিফিশিয়াল লেদার, এমব্রয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডসহ পোশাক পণ্যের প্রয়োজনীয় উপকরণ পাওয়া যাচ্ছে। মেহেরিন এন ইসলাম জানান, ডব্লিওটিও’র হিসাব অনুযায়ী তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এ খাতে প্রায় সাড়ে সাত হাজার গার্মেন্টস ও টেক্সটাইল কারখানার ৭৫ শতাংশ ফেব্রিক আমদানি নির্ভর। এ প্রদর্শনী গার্মেন্টস শিল্পের ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীসহ সবার জন্য ‘ওয়ান স্টপ প্লাটফর্ম’ হিসেবে কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।