Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেকসুর খালাস পাবেন মীর কাসেম -খন্দকার মাহবুব

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-াদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রাষ্ট্রপক্ষ মীর কাসেম আলীর বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আশা করি, তিনি বেকসুর খালাস পাবেন। গতকাল বুধবার আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে সভাপতির কক্ষে তিনি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মীর কাশেমের প্রধান আইনজীবী আরো বলেন, মীর কাসেমের বিরুদ্ধে জসীম হত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু জসীমের ভাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রাজীব আদালতে সাক্ষ্য দিতে আসেননি। আমি আদালতে আবেদন জানিয়েছি, তার বিরুদ্ধে যেহেতু কোনো সাক্ষ্যপ্রমাণ নেই সেজন্য তাকে বেকসুর খালাস দেয়া যেতে পারে অথবা এ মামলা পুনরায় শুনানি করা যেতে পারে। তিনি আরো বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই মামলায় আদালতে সাক্ষ্যপ্রমাণ সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি। ১৯৭১-এ মীর কাসেম আলী চট্টগ্রাম ছাত্র সংঘের সভাপতি ছিলেন বলে প্রসিকিউশন বলেছে। কিন্তু সেসময় তিনি চট্টগ্রাম ছাত্র সংঘের সভাপতি ছিলেন না, তিনি ছিলেন সেক্রেটারি। মীর কাসেম আলীর বিরুদ্ধে আগে কখনোই যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়নি জানিয়ে মাহবুব হোসেন বলেন, তাকে হয়রানি করতেই এ মামলা দেয়া হয়েছে। তিনি বলেন, মীর কাসেমের বিরুদ্ধে জসীম হত্যার অভিযোগ প্রমাণে যে সাক্ষী আনা হয়েছে তিনি ছিলেন শোনা সাক্ষী। জসীমের বোন মাসিক স্বীকৃতি পত্রিকার সম্পাদক ছিলেন। কিন্তু এই পত্রিকার মধ্যে কোথাও মীর কাসেমের বিরুদ্ধে জসীম হত্যার বিষয়ে লেখা হয়নি, প্রমাণও নেই। মীর কাসেমের এ আইনজীবী সাংবাদিকদের বলেন, প্রসিকিউশন আদালতে একটি বই উপস্থাপন করেছে, তার নাম হলো এই যে সময় আনন্দ বেদনার। সেই বইয়ের মধ্যে শেখ হাসিনা, খালেদা জিয়া ও এরশাদের বিরুদ্ধে সমালোচনা ছিল। কিন্তু মীর কাসেমের নাম এর মধ্যে ছিল না। এই বইয়ের লেখক ওই সময়ের ক্ষমতাসীন ব্যক্তির বিরুদ্ধে লিখলেও মীর কাসেমের বিরুদ্ধে লেখননি। এ সময় উপস্থিত ছিলেন মীর কাসেমের অপর আইনজীবী এসএম শাহজাহান, মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমানসহ অন্য আইনজীবীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেকসুর খালাস পাবেন মীর কাসেম -খন্দকার মাহবুব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ