Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবি শিক্ষক ইউনুস হত্যা পুনর্বিচারের রায়ে দুই জঙ্গির যাবজ্জীবন

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ইউনুস হত্যা মামলার পুনর্বিচারের রায়ে দুই জেএমবি ক্যাডারের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান গতকাল বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হলো- সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের আব্দুর রহমান মাস্টারের ছেলে জেএমবি ক্যাডার শফিউল ওরফে তারেক ওরফে আবুল কালাম এবং নওগাঁর সারকডাঙ্গা এলাকার হাজি আব্দুস সাত্তারের ছেলে শহিদুল্লাহ ওরফে মাহবুব। রায় ঘোষণাকালে তারা কাঠগড়ায় উপস্থিত ছিল। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, এর আগে ২০১০ সালের ২৮ জানুয়ারি চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় প্রদান করে ট্রাইব্যুনাল। রায়ে জেএমবি ক্যাডার মামলার প্রধান দুই আসামিকে মৃত্যুদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ডে দ-িত করা হয়। এছাড়াও এ মামলার অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত। দ-প্রাপ্ত আসামিরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করে। পরে মামলাটি পুনর্বিচারের জন্য রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেন হাইকোর্ট। অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, মামলাটি ট্রাইব্যুনালে আসার পর প্রত্যক্ষদর্শী দুইজন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। পরে গতকাল রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি শিক্ষক ইউনুস হত্যা পুনর্বিচারের রায়ে দুই জঙ্গির যাবজ্জীবন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ