পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে এম কে ডাঙ্গী গ্রামের সদরে মৃত কোরমান তালুকদারের ছেলে মাটি ব্যবসায়ী কামাল তালুকদারের ড্রেজার মেশিনের প্রায় ২ হাজার ফুট ৫ ইঞ্চি পাইপ প্রতিবেশী বখাটে আসাদুজ্জামান ফকির কাঞ্চন (৩২) ও মামুন সিকদার (৩৫) মিলে বিনষ্ট করেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর। উক্ত ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার পর চাঁদার টাকা না পেয়ে গত শনিবার গভীর রাতে ওই বখাটে ও তাদের সাঙ্গপাঙ্গ মিলে প্রায় দেড় লাখ টাকা মূল্যমানের ড্রেজার পাইপ ভেঙে চুরমার করে রেখেছে বলে চরভদ্রাসন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। তদন্তকারী কর্মকর্তা এএসআই আঃ আজিজ জানান, “প্রত্যেক আসামীর বাড়ীতে আমি অভিযান পরিচালনা করেছি। আসামীরা পলাতক আছে।” ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল তালুকদার জানান, এলাকায় জমি মালিকদের কাছ থেকে সাড়ে ৩ টাকা ফুট দরে মাটি কিনে ড্রেজার মেশিন দিয়ে সে মাটি ব্যবসা করে আসছে। কিছুদিন আগে আসাদুজ্জামান ফকিরের চাচা আবুল বাসার ফকিরের বাড়ীর সামনে কোলপাড় এলাকার জমি থেকে সাড়ে ৩ টাকা ফুট দরে মাটি কিনেন। আর বখাটে আসাদুজ্জামান ফকির চাচার জমির মাটি অন্য ব্যবসায়ীর কাছে কমদামে বিক্রি করে বখরা নিতে চাইছিল। কিন্তু কামাল তালুকদার বেশি দরে মাটি কিনে ফেলায় বখাটে ভাতিজা বাণিজ্য করতে না পেরে মাটি ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করতে থাকে। এ চাঁদার টাকা না পেয়ে ঘটনার রাতে বখাটেরা ব্যবসায়ীর প্রতিটি ২০ ফুট লম্বাকৃতির ১০০ পিস ড্রেজার পাইপের গায়ে সাবল দিয়ে কুপিয়ে কুপিয়ে চুরমার করে রেখে যায়। রোববার মুঠোফোনে মামুন বখাটে সিকদার জানায়, “সাবলের আঘাত সিøপ করে পায়ে এসে লাগছিল তাই চিকিৎসাধীন রয়েছি।” আরেক বখাটে আসাদুজ্জামান ফকির কাঞ্চন জানায়, “অভিযোগটি আমার বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র”। অবশ্য, প্রত্যক্ষদর্শী আজাহার মোল্যা বলেন, “আমার বাড়ীর পাশ দিয়ে পাইপ টানানো ছিল। ওই রাতে প্রকৃতির ডাকে বাইরে গিয়ে টর্চের আলোতে মামুন ও কাঞ্চনকে পাইপ ভাঙতে দেখে ভয়তে ঘরে চলে গিয়েছিলাম।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।