Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কর্মীদের ইনসেন্টিভ স্বরূপ গাড়ি উপহার দিল মালিক

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : এবারও কর্মীদের ইনসেন্টিভ স্বরূপ গাড়ি উপহার দিল ভারতের এক ব্যবসায়ী। ২০১৩ সালের ধারাবাহিকতায় সবজিকাকা এবারও কর্মীদের হাতে গাড়ি উপহার তুলে দিয়েছেন। গুজরাটের ব্যবসায়ী সবজিভাই ঢোলাকিয়া প্রকাশ ‘সবজি কাকা’। এবারও তার হীরা উত্তোলন ও বিপণনের প্রতিষ্ঠান হরেকৃষ্ণ এক্সপোর্টার ১২০০ কর্মীকে গাড়ি উপহার দিয়েছে। প্রতিষ্ঠানটি সাধারণত কর্মীদের ইনসেন্টিভ স্বরূপ গাড়ি, হীরে বা গয়না উপহার দেয়ার জন্য বিখ্যাত। কর্মীদের ভাল বোনাস দেয়ার জন্য প্রত্যেক বছরই খবরের শিরোনামে আসে। শুধু বোনাসই নয়, কর্মীদের ভাগ্যে গাড়ি, গয়নাও জোটে। ২০১৩ সালে এই ব্যবস্থা চালু করেছিল হরেকৃষ্ণ এক্সপোর্টা। সে বছর কর্মীদের ১২৬০ গাড়ি উপহার দিয়েছিল প্রতিষ্ঠানটি। এর মধ্যে ছিল মারুতি সুজুকি, ড্যাটসান ও ফিয়াটের মতো গাড়ি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ