Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেমিট্যান্স বাড়াতে প্রচারের পরামর্শ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ ব্যাংক বৈধপথে রেমিট্যান্স বাড়াতে ব্যাংকগুলোকে সচেতনতামূলক প্রচার চালানোর পরামর্শ দিয়েছে। ছোট অঙ্কের রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আনতে বিশেষ প্রণোদনা হিসেবে বিনা খরচে আনার সুযোগ দেয়ার অনুরোধ করা হয়েছে। ব্যাংকগুলো সিএসআর ব্যয় হিসাবে এই প্রণোদনা দেখাতে পারবে। প্রবাসী আয় বাড়ানোর উপায় নিয়ে রেমিট্যান্স আহরণে শীর্ষ ২০ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, রেমিট্যান্সের ধারা অব্যাহত রাখতে কেন্দ্রীয় ব্যাংক সক্রিয়। বিকাশের নাম ব্যবহার করে কেউ যেন অবৈধ উপায়ে অর্থ দেশে আনতে না পারে সে জন্য বিভিন্ন দূতাবাসে চিঠি দেয়া হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে প্রবাসীরা ৭১৭ কোটি ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা প্রায় ১৮ শতাংশ কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ