পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক বৃহস্পতিবার ঢাকা ওয়াসা ভবনস্থ প্রধান কার্যালয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সাথে এক সভায় মিলিত হন। আসছে বর্ষায় রাজধানীর জলজট নিরসনে বিদ্যমান ডিএনসিসি আওতাধীন খালসমূহের বর্তমান অবস্থা এবং তা দখলমুক্ত রাখা নিয়ে বৈঠকে আলোচনা হয়। ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা খালগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন। সেই আলোকে সভায় মেয়র কর্তৃক সংশ্লিষ্ট অন্যান্য সব সংস্থাকে একসাথে নিয়ে সমন্বিতভাবে খালগুলো রক্ষা করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যান্যের মধ্যে সভায় ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।