পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিচারিক প্রক্রিয়া শেষ হলে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকেও দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নেতাদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ক্র্যাব সভাপতি আখতারুজ্জামান লাভলু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলুর নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে তার আইনি প্রক্রিয়া শেষ হলে সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা হয়।
বাংলাদেশের কারাগারে আটক ভারতের ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী আবদুল রউফ দাউদ ওরফে দাউদ মার্চেন্টকে ফেরত দেয়ার বিনিময়ে বিএনপি নেতা সালাহউদ্দিনকে ফিরিয়ে আনা হবে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউকে ফেরত দেয়ার বিনিময়ে ফেরত নেয়ার বিষয় নেই। সাজার মেয়াদ শেষ হওয়ায় দাউদ মার্চেন্টকে ফেরত দেয়া হচ্ছে। অন্যদিকে নূর হোসেনের আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় তাকে ফেরত আনা হয়েছে।
সালাউদ্দিনকে ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালাউদ্দিনকেও আইনি প্রক্রিয়া শেষে ফেরত আনা হবে।
উল্লেখ্য, গত বছর ১৩ মে ভারতের শিলংয়ে নাটকীয় উপস্থিতি ঘটে সালাহউদ্দিনের। এরপর অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে তিনি ভারতে আটক রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।