পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ ভোজ্য তেল বাজারে বিশুদ্ধ ও পুষ্টিকর খাবার তেল সরবরাহের লক্ষ্য নিয়ে সেনা কল্যাণ সংস্থা বাস্তবায়ন করতে যাচ্ছে একটি নতুন প্রকল্প ‘সেনা কল্যাণ এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ’। এ উপলক্ষে মঙ্গলবার এক আনন্দঘন পরিবেশে সেনা কল্যাণ সংস্থার বোর্ডরুমে লিপিকো টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, সিংগাপুর, সিএনবিএম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, চায়না এবং অলীক সার্ভিসেস এন্ড অনকোসিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সাথে সেনা কল্যাণ সংস্থার এক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। সেনা কল্যাণ এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের প্রকল্প পরিচালক কর্ণেল মামুন আল মাহমুদের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন লিপিকো টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, সিংগাপুরের পরিচালক মিস মারগারেট এএনজি এ ডব্লিউ, সিএনবিএম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, চায়না এর সেলস সুপারভাইজার ঝাং ঝি এবং অলীক সার্ভিসেস এন্ড অনকোসিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশের স্বত্বাধিকারী মাহরাব আনোয়ার ও মো. ইমরেজ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, এনডিইউ, পিএসসি। অনুষ্ঠানে সংস্থার পরিচালক ম-লীর সদস্য ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।